- সারাদেশ
- বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দেয়নি মিয়ানমার
বাংলাদেশি ৯ জেলেকে ফেরত দেয়নি মিয়ানমার

ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া ৯ জন বাংলাদেশি জেলেকে ফেরত দেয়নি মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বুধবার বিকেল পর্যন্ত ধরে নিয়ে যাওয়া টেকনাফ শাহপরীর দ্বীপের বাসিন্দা ৯ জেলেকে ফেরত দেয়নি তারা। এর আগে মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায় বিজিপি।
তবে মিয়ানমারের দাবি, তাদের সীমান্তে মাছ শিকারে যাওয়ায় বাংলাদেশি জেলেদের আটক করা হয়েছে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- মাঝি মো. কালা ওরফে কালাবদা, নুরুল আলম, ইসমাইল হেসেন, সাইফুল ইসলাম, মো. ইলিয়াছ, মো. ইউনুছ আলী, মো. ছলিম উল্লাহ, লালু মিয়া ও কামাল মিয়া।
স্থানীয় জেলেরা জানায়, মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের মোহনায় টেকনাফের শাহপরীর দ্বীপ গুলা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকায় কালাবদা মাঝির নেতৃত্বে ৯ জন জেলে সাগরে মাছ শিকারে যায়। এসময় একটি ট্রলারের ধাওয়া খেয়ে পালানো সময় তাদের ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার জরসীমানার দিকে চলে যায়। এরপর হঠাৎ মিয়ানমারের বিজিপি এসে তাদের ধরে নিয়ে যায়।
সাবরাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমি বলেন, ‘সাগরে অপহৃত ৯ জেলেকে এখনও ফেরত দেয়নি মিয়ানমার। তবে তাদের ফেরতের বিষয়ে বিষয়টি সংশ্লিষ্ট কৃর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছেন।’
এদিকে সাগরে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরতের বিষয়ে মিয়ানমার সঙ্গে কথা হয়েছে জানিয়ে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, ‘মিয়ানমার জানিয়েছে, তাদের সীমান্তে মাছ শিকারে যাওয়ায় বাংলাদেশি জেলেদের আটক করা হয়েছে। তবে তাদের ছেড়ে দেওয়া হবে আশ্বাস দিয়েছে তারা।’
অপরদিকে গত রোববার নাফনদীতে মাছ শিকারের সময় গুলিবিদ্ধ হন বাংলাদেশি মো. ইসলাম। পরের দিন তিনি চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার হাসপাতালে মারা যান। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছিল মিয়ানমার বিজিপির কাছে।
মন্তব্য করুন