- সারাদেশ
- পাটুরিয়া-দৌলতদিয়ায় তীব্র যানজট, ফেরি পারাপারে দুর্ভোগ
পাটুরিয়া-দৌলতদিয়ায় তীব্র যানজট, ফেরি পারাপারে দুর্ভোগ

ছবি: সমকাল
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের পদ্মা-যমুনা নদীতে দ্রুত পানি হ্রাস পাওয়ায় ঘাটের বেসিনে নাব্যতা সংকট ও ফেরি স্বল্পতার কারণে বুধবার ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের আড়পাড়া পর্যন্ত ৭ কিলোমিটার ও আরিচা-ঢাকা মহাসড়কের উথলী পর্যন্ত তিন কিলোমিটারসহ মোট ১০ কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। ফলে ফেরি পারাপারের জন্য ঘাট এলাকায় আসা বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ নৌ-রুটে গত ১৩ আগষ্ট থেকে ফেরি চলাচল সচল রাখতে বিআইডব্লিউটিএর ড্রেজিং ইউনিট ড্রেজিং শুরু করলেও ফেরি চলাচলে ব্যহত হচ্ছে।
আরিচা বিআইডব্লিউটিএর অফিস সূত্রে জানা যায়, নৌ-রুটে বড় ফেরি স্বাভাবিক ভাবে চলাচল করতে ৯ থেকে ১০ ফুট পানির প্রয়োজন। কিন্ত বর্ষা মৌসুমে উজান থেকে পলি এসে ফেরি চলাচলের চ্যানেল ভরে যাওয়ায় এখন এ নৌ-রুটের চ্যানেলে পানির গভীরতা দিন দিন কমে যাচ্ছে। পাটুরিযা ৪ ঘাটের মধ্যে মঙ্গরবার থেকে ৩ নম্বর ঘাট বন্ধ রয়েছে। বর্তমানে ৩ ঘাট দিয়ে যানবাহ লোড-আনলোড করা হলেও ঘাটের বেসিনে ড্রেজিংয়ের কারণে প্রায় সময়ই পল্টুনের ২-৩টি পকেট বন্ধ রাখতে হচ্ছে। এদিকে এ নৌ-রুটে চলাচলরত ১৮ ফেরির মধ্যে এনায়েতপুরী ও শাহ মখদুম নামের দুইটি রো-রো ফেরি মঙ্গলবার মাওয়া নৌ-রুটে চলে যাওয়ায় বর্তমানে ১৬ ফেরি যানবাহন পারাপার করা হয়। এর মধ্যে আমানত শাহ, শাহ আলী ও বনলতা নামের তিনটি ফেরি যান্ত্রিক শ্রুতির কারণে মেরামতের জন্য পাটুরিয়া ভাসমান কারখানায় পড়ে থাকায় মাত্র ১৩ ফেরি যানবাহন পারাপার করা হচ্ছে।
ঢাকার মালিবাগ থেকে ছেড়ে আসা বরিশালগামী ঈগল বাসের চালক কবির হোসেন জানান, বুধবার সকাল ৬টায় বাস ছেড়ে সকাল ৯টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্ত ঘাটে যানজটের কারণে দুপুর আড়াইটা পর্যন্ত অপেক্ষায় থেকেও ফেরিতে উঠতে পারেনি তিনি।
গাজীপুর থেকে ছেড়ে আসা ট্রাক চালক ফজেল শেখ জানান, সোমবার সকাল ১১টার দিকে পাটুরিয়া ঘাটে এসে যানজটে পড়েন। কিন্ত বুধবার দুপুর ৩টা পর্যন্ত অপেক্ষায় থেকেও নদী পারাপার হতে পারেননি। এরকম প্রায় প্রায় ৮ শতাধিক ট্রাকও বাস পারাপারের অপেক্ষায় রয়েছে।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমন জানান, পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় নাব্যতা সংকট, ঘাটের সমস্যা ও ফেরি স্বল্পতার কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি সৃষ্টি হয়েছে। সমস্যা মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুন