- সারাদেশ
- সুইসাইড নোট লিখে খুলনায় বিদ্যুতের প্রকৌশলীর আত্মহত্যা
সুইসাইড নোট লিখে খুলনায় বিদ্যুতের প্রকৌশলীর আত্মহত্যা

ইমরান মাহমুদ
'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' এ রকম সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের এক প্রকৌশলী।
বুধবার সকালে খুলনা পাওয়ারের ডরমেটরির তিন তলার একটি কক্ষ থেকে সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ইমরান মাহমুদের (২৬) মৃতদেহ উদ্ধার করেছ খালিশপুর থানা পুলিশ।
ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ বলেন, কিছুদিন আগে ইমরানের স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যায়। এরপর থেকে তিনি মানসকিভাবে বিপর্যস্ত ছিলেন।সুইসাইড নোট লিখে রেখে তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ইমরানের সহকর্মীরা জানান, সকাল শিফটে কাজে যোগ না দেওয়ায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে ডরমেটরির একটি কক্ষে তাকে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
মন্তব্য করুন