- সারাদেশ
- মাস্ক না পরায় ব্যতিক্রমী সাজা
মাস্ক না পরায় ব্যতিক্রমী সাজা

চাঁদপুরে মাস্ক না পরায় এক ঘণ্টার ব্যতিক্রমী সাজা দেওয়া হয়। ছবি: সমকাল
করোনাকালে মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় চাঁদপুরে বুধবার এক ঘণ্টার এক ব্যতিক্রমী সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের কারাগারে যেতে হয়নি। তবে এই এক ঘণ্টার প্রতীকী সাজায় একটা কক্ষে নিয়ে পর্দায় তাদের দেখানো হয়- করোনা মহামারিকালে কেন মাস্ক পড়তে হয়, কীভাবে মাস্ক পরতে হয়, মাস্ক না পরলে কী ক্ষতি। সচেতনতামূলক এ ভিডিওচিত্র দেখার পর দণ্ডপ্রাপ্তরা প্রতিশ্রুতি দিয়েছেন, নিজেরা মাস্ক পরবেন এবং অন্যদের মাস্ক পরতে উৎসাহিত করবেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান বলেন, বুধবার সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে চলাচলকারী যাত্রী, চালক, পথচারী- এমন ৮১ জনকে মাস্ক না পরায় আটক করা হয়। ৫১ মামলায় তাদের কাছ থেকে মাস্ক না পরার অপরাধে ৭ হাজার ৬০০ টাকা আদায় করা হয়। এরপর তাদের এক ঘণ্টার প্রতীকী সাজার জন্য নেওয়া হয় স্টেডিয়ামের হল রূমে। সেখানে প্রজেক্টের মাধ্যমে করোনার বিস্তার রোধে সচেতনতামূলক ভিডিওচিত্র দেখানো হয়।
মন্তব্য করুন