- সারাদেশ
- চট্টগ্রামে শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
চট্টগ্রামে শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকার একটি বাসা থেকে এক শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে আকবরশাহ থানার নিউ মনসুরাবাদ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত হোসেনের (৯) বাবার নাম মো. ইউসুফ ও মায়ের নাম পারভিন আক্তার।
এদিকে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে সিআইডির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্তের কাজ শুরু করেছে।
ঘটনাস্থলে থাকা আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানাতে পারছি না। এ ঘটনার যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব আমরা। আমাদের সাথে সিআইডির একটি টিম যোগ দিয়েছে।
মন্তব্য করুন