ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ময়মনসিংহে তুলে নেওয়ার তিন মাস পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

ময়মনসিংহে তুলে নেওয়ার তিন মাস পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

ময়মনসিংহ ও ত্রিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০ | ১০:১৫

ময়মনসিংহের ত্রিশালে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে প্রায় তিন মাস পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার ওই ছাত্রীকে জবানবন্দির জন্য আদালতে হাজির করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার বিয়ারা গ্রামের বিবাহিত ও তিন সন্তানের জনক হাফিজুর রহমান (২৫) পাশের গ্রামের ওই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রায় উত্ত্যক্ত করত। পরে তার বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করে ওই ছাত্রীর পরিবার। পরে ক্ষুব্ধ হয়ে গত ১৭ আগস্ট ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় হাফিজুর। এ ঘটনায় আদালতে মামলা করেন ওই ছাত্রীর বাবা। 

এরপর গত ৮ সেপ্টেম্বর এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ময়মনসিংহ পিবিআইকে। গত সোমবার রাতে ত্রিশালের বিয়ারা এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে পিবিআই। পরদিন মঙ্গলবার ওই ছাত্রীকে জবানবন্দির জন্য ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়। পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার মণ্ডল জানিয়েছেন, প্রায় তিন মাস পর ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। উত্ত্যক্তের নালিশ করায় ক্ষুব্ধ হয়ে তাকে তুলে নিয়ে যায় ওই যুবক।

আরও পড়ুন

×