- সারাদেশ
- 'ভাস্কর্য বিরোধীদের স্থান দেশে হবে না'
মানববন্ধনে বক্তারা
'ভাস্কর্য বিরোধীদের স্থান দেশে হবে না'

বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের জন্য স্বাধীনতাবিরোধী চক্রের হুমকির প্রতিবাদে নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়- সমকাল
চট্টগ্রামে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধনে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বঙ্গবন্ধুর অবমাননা এবং ভাস্কর্যবিরোধীদের বাংলার মাটিতে স্থান হবে না। তাদের আইনের আওতায় আনতে হবে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের জন্য স্বাধীনতাবিরোধী চক্রের হুমকির প্রতিবাদে নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নইম উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সফর আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, সংগঠনের জেলা সহসভাপতি দীপংকর চৌধুরী কাজল, মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, আবু সাদাত মো. সায়েম, আবদুল মান্নান শিমুল, রুবা আহসান, সূচিত্রা গুহ টুম্পা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পৃথিবীর বিভিন্ন ইসলামী রাষ্ট্র তাদের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভাস্কর্য স্থাপন করেছে। এটা তাদের স্থাপত্যকলা ও সংস্কৃতির উল্লেখযোগ্য অংশ। এ দেশে কিছু মৌলবাদী সংগঠন ভাস্কর্যের বিরোধিতা করছে। তাদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।
আরও পড়ুন