হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রতিহত করতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ-যুবলীগ। 

শুক্রবার সকালে নগরের পতেঙ্গা বিমানবন্দর সড়ক, দুপুরে অক্সিজেন মোড় ও হাটহাজারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর গেইটে বিক্ষোভ করে তারা। 

এদিকে মামুনুল হকের হাটহাজারীতে আসা নিয়ে ছড়িয়ে পড়া উত্তেজনা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। হাটহাজারীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে এরমধ্যে মামুনুল হক চট্টগ্রামে এসেছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ছাত্রলীগ-যুবলীগের প্রতিহত করার ঘোষণার মধ্যেও মামুনুল হক যে কোন সময় বক্তব্য রাখবেন বলে প্রচার চালাচ্ছে মাহফিল আয়োজনকারী সংগঠন আল আমিন সংস্থা।

শুক্রবার হাটহাজারী পাবর্তী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিনের তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিনে প্রধান বক্তা হিসেবে মামুনুল হকের বক্তব্য রাখার কথা ছিল। গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘জঙ্গিবাদ বিরোধী ছাত্র ও যুব ঐক্য পরিষদ’ এর ব্যানারে সমাবেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধীতাকারী মামুনুল হককে চট্টগ্রামে প্রতিহতের ঘোষণা দেওয়া হয়। মামুনুল হকের চট্টগ্রামে আগমন ঠেকাতে শুক্রবার সকাল ১০টা থেকে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। বেলা ১২টা পর্যন্ত ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে মামুনুল হকের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। 

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘চট্টগ্রামে যেখানেই মামুনুল হককে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। জাতির জনককে নিয়ে যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন মামুনুল হক তারপর কোনোভাবে তাকে চট্টগ্রামে আসতে দেওয়া হবে না।’

এছাড়া সড়কপথে হাটহাজারীর প্রবেশপথ অক্সিজেন মোড়ে অবস্থান নেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। দুপুরে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের এক নম্বর গেইট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

এদিকে মামুনুল হকের হাটাহাজারী আগমন উপলক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। হাটহাজারীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘হাটহাজারীতে পরিস্থিতি শান্ত আছে। সেখানে আমাদের লোকজন আছে। আয়োজকদের সঙ্গেও কথা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রস্তুতি আছে। দুইদিন ধরে মাহফিল হচ্ছে। আশা করি পরিস্থিতি ভালো থাকবে।’

অন্যদিকে ছাত্রলীগ-যুবলীগের প্রতিহতের মধ্যে মামুনুল হক চট্টগ্রাম এসেছেন কিনা তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। তার অবস্থান নিয়ে কোন তথ্য জানাতে পারছেন না স্থানীয় প্রশাসন। আয়োজক কমিটিও তার অবস্থান নিয়ে তথ্য জানাতে নারাজ। তবে তিনি মাহফিলে বক্তব্য রাখবেন বলে প্রচার চালাচ্ছেন সংস্থাটির নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে মাহফিল আয়োজনকারী আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান উল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি সমকালকে বলেন, ‘মামুনুল হক এখন হাটহাজারীতে নেই। রাত ১২টা পর্যন্ত মাহফিল চলবে। সুবিধাজনক সময়ে তিনি মাহফিলে বক্তব্য রাখবেন।’