- সারাদেশ
- রাস উৎসবের নিরাপত্তায় কোস্টগার্ড
রাস উৎসবের নিরাপত্তায় কোস্টগার্ড

ফাইল ছবি
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন দুবলার চরের আলোরকোলে হিন্দু ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী রাস উৎসবের নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে কোস্টগার্ড। শনিবার থেকে সোমবার পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমার পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। শুধু পুণ্যার্থীদের অংশগ্রহণে এবারের উৎসব সমাপ্তি হবে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি জানান, সুন্দরবনের বনজ সম্পদ, বন্যপ্রাণী সংরক্ষণসহ পুণ্যস্নানে আসা পুণ্যার্থীদের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোস্টগার্ড নজরদারি শুরু করেছে। দুবলার চরে যাতায়াতের জন্য বন বিভাগ থেকে অনুমোদিত পাঁচটি রুটের সব নৌযানে কোস্টগার্ড ও বন বিভাগ যৌথভাবে তল্লাশি করবে। এসব নৌযান যেন সুন্দরবনে বন্যপ্রাণী শিকার এবং অবৈধভাবে গাছ কাটতে না পারে সেজন্য কোস্টগার্ডের বিশেষ টহল অব্যাহত থাকবে। দুবলার চরে আলোরকোল এলাকার প্রবেশমুখে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে তল্লাশি সম্পন্ন করে পুণ্যার্থীদের প্রবেশের ব্যবস্থা করা হবে। কোস্টগার্ড জাহাজ 'স্বাধীন বাংলা'র তত্ত্বাবধানে ওই এলাকায় একটি ডুবুরি ও একটি মেডিকেল টিম সার্বক্ষণিক টহলে নিয়োজিত থাকবে।
কোস্টগার্ড সদর দপ্তর জানায়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য দুবলার চরে কোস্টগার্ড স্টেশনের নিচতলায় কন্ট্রোল রুম (০১৫৩৫৮৮৯২০৪, ০১৭৬৯৪৪৪৩৩৩) স্থাপন করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিব উল আলম জানান, রাস পূর্ণিমা উৎসব উদ্যাপনে কোস্টগার্ডের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি র্যাব, বন বিভাগ, নৌ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন