- সারাদেশ
- শাহ মখদুম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা
শাহ মখদুম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা

হামলায় আহত এক শিক্ষার্থী -সংগৃহীত ছবি
রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপরশুক্রবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটেছে। কলেজ কর্তৃপক্ষ বহিরাগত ক্যাডার ডেকে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, নিয়ম না মেনে চলায় শাহ মখদুম মেডিকেল কলেজ বন্ধ করে শিক্ষার্থীদের অন্য কলেজে স্থানান্তরের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। কিন্তু নির্দেশ না মেনে শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে। প্রতিবাদ করায় হামলা চালানো হয়।
জানতে চাইলে শাহ মখদুম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন বলেন, আজ শনিবার ঢাকা থেকে একটি দল রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজ পরিদর্শনে আসবে। এ খবর পেয়ে কলেজের শিক্ষার্থীরা শুক্রবার বিকেলে সেখানে যান। এরপর তারা চিৎকার-চেঁচামেচি করেন। তাদের মারধর বা হামলা করা হয়নি।
মন্তব্য করুন