- সারাদেশ
- শীতের পোশাকের জন্য ১২ হাজার টাকার আবদার, না পেয়ে 'আত্মহত্যা' কলেজছাত্রীর
শীতের পোশাকের জন্য ১২ হাজার টাকার আবদার, না পেয়ে 'আত্মহত্যা' কলেজছাত্রীর

প্রতীকী ছবি
সিরাজগঞ্জের তাড়াশে শীতের পোশাক কেনার টাকা না পেয়ে সম্পা খাতুন (১৮) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি ফজলে আশিক।
স্থানীয়রা জানায়, ঝুড়ঝুড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য হায়দার আলীর মেয়ে ও তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের এইচ এসসি পড়ুয়া শিক্ষার্থী সম্পা খাতুন তার বাবার কাছে শীতের পোশাক কেনার জন্য ১২ হাজার টাকার আবদার করেন। এ সময় তার বাবা ৪ হাজার টাকা দিয়ে পরবর্তীতে অবশিষ্ট টাকা দেওয়ার কথা বললে সম্পা খাতুন অভিমান করেন। এ নিয়ে পরবর্তীতে তার মা বকাঝকা করলে অভিমানে তিনি নিজ ঘরে দরজা আটকে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, বিষয়টি নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার রাতেই ওই কলেজছাত্রীর লাশ দাফন করা হয়েছে।
মন্তব্য করুন