- সারাদেশ
- সিরাজগঞ্জে বাস খাদে পড়ে বৃদ্ধার মৃত্যু
সিরাজগঞ্জে বাস খাদে পড়ে বৃদ্ধার মৃত্যু

সড়ক দুর্ঘটনার ফাইল ছবি
সিরাজগঞ্জের নলকায় একটি যাত্রীবাহী বাস উল্টে রাবেয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন (৭০) জেলার কামারখন্দের ধামকৈল গ্রামের মৃত সেকেন্দার আলীর স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ওই বৃদ্ধাযাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর চালক-হেলপার পালিয়ে গেছে।
মন্তব্য করুন