কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব চান্দিশকরা গ্রামের প্রয়াত আলী আহম্মদের ছেলে এয়াছিন আরাফাত পাটোয়ারী (২৮) ও তার বন্ধু পার্শ্ববর্তী কিং শ্রীপুর গ্রামের আবদুল মজিদের ছেলে ইমরান হোসেন রুবেল (২৮)।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন শনিবার সকালে জানান, শুক্রবার গভীর রাতে দুই বন্ধু এয়াছিন ও রুবেল মোটরসাইকেলে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বাতিসা ইউনিয়নের বসন্তপুর ব্রিজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হন। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ব্রিজের নিচ থেকে দুইজনের লাশ ও সড়কের পাশ থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।