- সারাদেশ
- সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে: নৌপ্রতিমন্ত্রী
সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে: নৌপ্রতিমন্ত্রী

খালিদ মাহমুদ চৌধুরী- ফাইল ছবি
নদীমার্তৃক এই দেশকে সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার জায়গায় নিয়ে গেছেন। তিনি আমাদের আলোকবর্তিকা। তার আলোয় আলোকিত হচ্ছে দেশ।
শনিবার লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট বাস টার্মিনালে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী ঢাকা-লক্ষ্মীপুর নৌপথের চররমণী এলাকায় মেঘনা নদীর ২৫ কিলোমিটার নৌপথের খনন কাজের উদ্বোধন করেন। প্রকল্পটি সম্পন্ন হলে লক্ষ্মীপুর-ভোলা এবং ঢাকা-লক্ষ্মীপুর উভয় নৌপথের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার কমবে।
মন্তব্য করুন