- সারাদেশ
- কাপাসিয়ায় সাবেক ছাত্রলীগ নেতার মৃতদেহ উদ্ধার
কাপাসিয়ায় সাবেক ছাত্রলীগ নেতার মৃতদেহ উদ্ধার

জাহাঙ্গীর আলম প্রধান
গাজীপুরের কাপাসিয়ায় ছাত্রলীগের সাবেক এক নেতার মৃতদেহ উদ্ধার হয়েছে।
বুধবার সকালে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর আলম প্রধান (৪০) কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও সাবেক ছাত্রলীগ নেতা।
তিনি উপজেলা সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের মৃত জবেদ আলী প্রধানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে জাহাঙ্গীর আলম ফজরের নামাজ শেষে ভুবনের চালা গ্রামে তার নিজস্ব পোল্ট্রি ফার্মে ঘুমিয়ে ছিলেন। পরে কর্মচারিরা তাকে পোল্ট্রি ফার্মের এক পাশে বৈদ্যুতিক পাখার সঙ্গে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ সময় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিবারের সদস্যরা দাবি করেন, আর্থিক দেনা সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীরকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
একাধিক সূত্রে জানা যায়, আর্থিক অনটন ও পাওনাদারদের চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।রহস্যজনক মৃত্যুর অভিযোগের ফলে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জাহাঙ্গীর আলমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মো. আলম চাঁদ জানান, মৃতদেহের সুরতহাল থেকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন