- সারাদেশ
- ময়মনসিংহে উন্মুক্ত হলো ‘জয় বাংলা’ চত্বর
ময়মনসিংহে উন্মুক্ত হলো ‘জয় বাংলা’ চত্বর

‘জয় বাংলা’ চত্বর উদ্বোধর করা হয় বুধবার সন্ধ্যায়- সমকাল
ময়মনসিংহে মুক্তিযুদ্ধের স্মৃতি রার্থে সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত ‘জয় বাংলা’ চত্বর উন্মুক্ত করা হয়েছে।
বিজয় দিবসের দিন বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নগরীর ব্রহ্মপুত্র নদের শম্ভুগঞ্জ সেতুর পাশে নির্মিত ‘জয় বাংলা’ চত্বর উদ্বোধর করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘জয় বাংলা’ চত্বর উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
ময়মনসিংহ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর বাংলাদেশ-চায়না ব্রিজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে নির্মিত হয়েছে এই চত্বর। তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এবং স্মৃতি রার্থে ‘জয় বাংলা চত্বর’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সংপ্তি ইতিহাস জানতে পারবে মানুষ।
চত্বরটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি প্রতিকৃতির পাশাপাশি বঙ্গবন্ধুর জীবনী এবং মুক্তিযুদ্ধের সংপ্তি ইতিহাসও তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতির পেছনে রোপণ করা হয়েছে সাতটি পাম গাছ। যা সাত বীরশ্রেষ্ঠের আত্মত্যাগের স্মৃতি বহন করবে।
প্রতিকৃতির সামনে রয়েছে ১৬টি স্তম্ভ। যা ১৬ই ডিসেম্বরের বিজয়ের কথা স্মরণ করিয়ে দেয়। দীর্ঘ নয় মাসে অর্জিত স্বাধীনতার কথা বিবেচনায় প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য রাখা হয়েছে নয় ইঞ্চি।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে ‘জয় বাংলা’ চত্বর উন্মুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়ালি) গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জয়বাংলা শ্লোগানের শক্তিতে বলীয়ান হয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে যাবে জয়বাংলা চত্বরের মাধ্যমে।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যডভোকেট জহিরুল হক খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, দি চেম্বার অব কমার্সের সভাপতি মো. আমিনুল হক শামীম (সিআইপি), জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নূরুল আমিন কালাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটি করপোরেশনের সচিব রাজীব কুমার সরকার।
মন্তব্য করুন