রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনে প্রচারণার সময় বিএনপির মেয়র প্রার্থী আল মামুনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

আল মামুন অভিযোগ করেন, বিকেলে উপজেলা গেটে প্রচারণার সময় আওয়ামী লীগ প্রার্থী রবিউল ইসলামের সমর্থকরা তার ওপর হামলা চালান। এতে তার কয়েকজন সমর্থকও মারপিটের শিকার হন।

তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবিউল ইসলাম অভিযোগ করেছেন, তার সমর্থকদের ওপর বিএনপি প্রার্থী আল মামুন ও তার সমর্থকরা হামলা চালান। এতে তার তিন সমর্থক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

তিনি জানান, এঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন। মামলাও করবেন।

পুঠিয়া থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।