- সারাদেশ
- কুড়িগ্রাম পৌর নির্বাচনে প্রথমবার হবে ইভিএমে ভোটগ্রহণ
কুড়িগ্রাম পৌর নির্বাচনে প্রথমবার হবে ইভিএমে ভোটগ্রহণ
মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ উপলক্ষে শনিবার জেলা নির্বাচন অফিসের আয়োজনে ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণ-বিধি প্রতিপালন’ ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটদান প্রক্রিয়া সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শহরের কলেজ মোড় এলাকায় অবস্থিত শেখ রাসেল পৌর অডিটরিয়ামে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকিব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ও সহকারি রিটার্নিং অফিসার হাওলাদার মোহাম্মদ কামরুল হাসান।
মতবিনিময় সভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজিউল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মজিদ ও স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক এবং একাধিক কাউন্সিলর পদের প্রার্থী তাদের বক্তব্য রাখেন এবং মতামত তুলে ধরেন।
সভায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট এবং নির্বাচন অনুষ্ঠানের সম্পৃক্ত ভিজিলেন্স ও অবজারভেশন টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্যবৃন্দ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর কুড়িগ্রাম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৫ জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯ ওয়ার্ডের মধ্যে ৮ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৮ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আর একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
মন্তব্য করুন