- সারাদেশ
- গোবিন্দগঞ্জে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলপুকুরিয়া বাজার এলাকা থেকে শিমুল মিয়া (২৮) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।
শিমুল মিয়া বগুড়ার শিবগঞ্জ থানার বিহার ইউনিয়নের মোন্নাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
শিমুলের স্বজনরা জানিয়েছেন, সোমবার শিমুল ধর্ষণ মামলার হাজিরা দিতে বগুড়া আদালতে যান। আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে তাকে মাইক্রোযোগে অপহরণ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে শিমুলকে হত্যার পর গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের আলীপুর নামক এলাকায় বস্তাবন্দি লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পথচারীরা রাস্তার পাশে বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে উদ্ধার করে ফুলপুকুরিয়া বাজারে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় সোমবার রাতেই শিবগঞ্জ বিহার ইউপি সদস্য নিহতের ভাই রায়হান বাদী হয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম সহ ১৩ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, শিমুরেল শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন