সেচ পাম্প দিয়ে বোরো বীজতলায় পানি দিতে গিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে এ ঘটনা ঘটে।

বড়ভিটা ইউনিয়নের আব্দুল জলিল জানান, সেচ পাম্প দিয়ে বোরো বীজতলায় পানি দিতে যান নিহত আব্দুল মালেক। পাম্পে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আহত হন মালেক।তাকে ফুলবাড়ী উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসব তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।