- সারাদেশ
- পিরোজপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
পিরোজপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছোট ভাই শাকিলের হাতে বড় ভাই আশিকুর রহমান খুন হয়েছেন। তিনি তেলিখালি ইউনিয়নের হরিণপালা গ্রামের মতিউর রহমান আকনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই, ছোট ভাই শাকিলকে থাপ্পর দিলে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে বড়ভাইকে লাঠি দিয়ে আঘাত করে। এতে আশিকুর রহমান (৩০) গুরুতর আহত হন। তাকে মঠবাড়ীয়া উপজেলার তুষখালীতে একজন গ্রাম্য চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে মারা যান তিনি।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে জেনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন