- সারাদেশ
- ডিমলায় ১৮৫টি গৃহহীন পরিবারের জন্য নির্মিত হচ্ছে ঘর
ডিমলায় ১৮৫টি গৃহহীন পরিবারের জন্য নির্মিত হচ্ছে ঘর

নীলফামারীর ডিমলায় ভূমিহীন ও গৃহহীন ১৮৫টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ১ম পর্যায়ে ১৮৫টি পরিবারকে ৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে সরকারি খাস জমিতে আধাপাকা গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। এসব ঘর নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
কয়েকজন গৃহহীন বলেন, মাদের নিজের জমি ও ঘরবাড়ি নাই। মানুষের জমিতে কোনো রকম আশ্রয় নিয়ে পাখির মতো বাসা বেধে বসবাস করেছিলাম। জীবনে কখনো ভাবিনি পাকা ঘরে থাকবো। আমরা জীবনে যা কল্পনাও করিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমাদের জন্য তা করেছে। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই এবং তার জন্য দোয়া করি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় গৃহহীন মানুষদের কথা চিন্তা করে তাদের পুর্নবাসনের জন্য যে ঘর বরাদ্দ দিয়েছেন সে কাজগুলো যেন সঠিক নিযমে এবং সঠিক সময়ে হয় সেজন্য আমার দায়িত্ব অনুযায়ী নিয়মিত প্রতিদিন মনিটরিং করছি।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিবাস' নামে উপজেলার ১৮৫ পরিবারের আধাপাকা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রথম পর্যায়ে উপজেলার ১৮৫টি পরিবারকে ৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে খাস জমিতে আধাপাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দ রয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা।
মন্তব্য করুন