টাঙ্গাইলের ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ করেছেন ১২ কাউন্সিলর। নিয়োগ কার্যক্রম স্থগিত চেয়ে মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর তারা আবেদন করেছেন।

লিখিত অভিযোগে তারা বলেছেন, ঘাটাইল পৌরসভায় সহকারী লাইসেন্স পরিদর্শক পদে একজন লোক নিয়োগ করা হচ্ছে। অথচ বর্তমানে পৌরসভায় কোনো লোক নিয়োগের প্রয়োজন নেই। যে জনবল আছে তা দিয়েই কার্যক্রম যথাযথভাবে চলে আসছে। কর্মকর্তা- কর্মচারীর সংখ্যা বেশি হলে সবার বেতন ভাতা বন্ধ হয়ে যাবে। নিজস্ব রাজস্ব হতে যা আয় হয় তা দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয় না। বর্তমানে করোনা ভাইরাসের কারণে রাজস্ব আয় অনেক কমে গেছে। এরই মাঝে লোক নিয়োগ দেওয়া সমীচীন নয়।

কাউন্সিলরদের অভিযোগ, মেয়র অসৎ উপায়ে অর্থ বাণিজ্যের জন্য তার নিকট আত্মীয় রাসেল মিয়াকে সহকারী লাইসেন্স পরিদর্শক পদে নিয়োগ দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করছেন। নিয়োগ বিষয়ে কোনো কাউন্সিলরকেক জানানো হয়নি। অন্যদিকে প্রায় ১০ মাস ধরে পৌর পরিষদে আনুষ্ঠানিকভাবে কোনো সভা হয়নি। 

২০১৭ সালে সহকারী লাইসেন্স পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দীর্ঘদিন পর চলতি বছর ২৪ ডিসেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান বলেন, সরকারি বিধি মোতাবেক নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। নিয়োগ বিষয়ে পৌর পরিষদের সভায় আলোচনা করার কোনো প্রয়োজন নেই।

টাঙ্গাইল জেলা প্রশাসক মো.আতাউল গণি বলেন, এখনো অভিযোগটি হাতে পাইনি। অভিযোগ পেলে বিষয়টি দেখবো।