- সারাদেশ
- প্রতিশোধ নিতে শ্যালককে হত্যা করেন সোহান: পুলিশ
প্রতিশোধ নিতে শ্যালককে হত্যা করেন সোহান: পুলিশ
গ্রেপ্তার সোহান -সমকাল
বছরখানেক আগে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন শাহার আলী প্রকাশ সোহান। পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে তখন সোহানকে বেদম মারপিট করেন শ্যালক রানা ও জনী। এ ঘটনায় সে সময় মামলাও হয় থানায়। মারপিটের কথা রানা ভুলে গেলেও বুকের ভেতর ক্ষোভ জিইয়ে রেখেছিলেন ভগ্নিপতি সোহান।
বগুড়ার সারিয়াকান্দি থানার রামচন্দ্রপুর গ্রামের আবুল কাশেম প্রামাণিকের ছেলে রানা সম্প্রতি গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার ভগ্নিপতি সোহানের ভাড়া বাসায় বেড়াতে আসেন। সুযোগটি কাজে লাগান সোহান। গত রোববার রাতে খোলা একটি মাঠে বসে বিস্কুট খাওয়ার সময় হঠাৎ করেই সঙ্গে থাকা রশি দিয়ে রানার গলা পেঁচিয়ে ধরেন সোহান। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন রানা। পরে সোমবার মহানগরের বাসন থানা এলাকার মোগরখাল এলাকার সীমানা প্রাচীরঘেরা একটি মাঠ থেকে পুলিশ রানার লাশ উদ্ধার। পরে রাতেই সোহানকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, মঙ্গলবার সকালে সোহানকে আদালতে হাজির করা হলে তিনি শ্যালক রানাকে হত্যার বর্ণনা ও কারণ উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। বগুড়ার সারিয়াকান্দি থানার গোয়ালবাতান গ্রামের আবদুল জলিল মন্ডলের ছেলে সোহান মোগরখাল এলাকায় সস্ত্রীক বসবাস করেন।
তিনি জানান, বগুড়া থেকে দুই সপ্তাহ আগে বোনের বাসায় বেড়াতে আসেন রানা। একই সঙ্গে একটি চাকরিও খোঁজতে থাকেন। এরই মধ্যে রোববার রাতে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রাখেন সোহান। সোমবার সকালে ওই নির্জন স্থানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় সোহানকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
মন্তব্য করুন