সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুর রহমানের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হুমায়ুন কবীর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। আগামী ২৯ ডিসেম্বর আলোচিত এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর জানান, এ পর্যন্ত তদন্তকারী কর্মকর্তাসহ ২০ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আর কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে না। নির্ধারিত দিনে যুক্তিতর্ক শেষে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এ মামলার রায় ঘোষণা করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, হামলার মূল পরিকল্পনাকারী বিএনপির সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সব আসামির সাজা হবে বলে আমরা আশা করছি।

রাষ্ট্রপক্ষে শুনানিতে আরও অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি, সহকারী অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট তামিম আহম্মেদ সোহাগ, সাবেক পিপি অ্যাডভোকেট ওসমান গনি প্রমুখ। আসামি পক্ষে শুনানি করেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, অ্যাডভোকেট আব্দুল মজিদ (২), অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু প্রমুখ।

২০০২ সালের ৩০ আগস্ট সকালে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি ও তৎকালীন সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়।