জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে আগাম জামিন না দিয়ে তাকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী শাহিন আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা।

গত বছরের ১ এপ্রিল চট্টগ্রামের ডবলমুরিং থানায় জাফর আহমেদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, জনপ্রতিনিধি হিসেবে জাফর আহমেদের চার কোটি ৯০ লাখ ৬৯ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ। এরই ধারাবাহিকতায় জাফর আহমেদ হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।