কক্সবাজার জেলায় একজনের শ্বশুরবাড়ি, অন্যজনের তালইবাড়ি। সম্পর্কেও দু'জন মামাশ্বশুর ও ভাগ্নি জামাই। সে সুবাদে সেখানে নিয়মিত যাতায়াত তাদের। বেড়াতে যাওয়ার ফাঁকে জামাই-শ্বশুর মিলে গড়ে তুলেছেন ইয়াবা ব্যবসা। কক্সবাজার থেকে ফেরার সময় কাঁধে ঝোলানো ব্যাগে করে নিয়ে আসেন ইয়াবা। তা বিক্রি করেন চট্টগ্রামে। সোমবার রাতেও ইয়াবা নিয়ে ফিরছিলেন দু'জন। এবার আর শেষ রক্ষা হয়নি। নগরের কোতোয়ালি থানার নতুন রেলওয়ে স্টেশন এলাকায় সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছেন তারা।

গ্রেপ্তার দু'জন হলো- নগরের চকবাজার থানার জয়নগর ১ নম্বর লেনের সর্দার বাড়ির মৃত বশির আহম্মদের ছেলে সাব্বির আহাম্মদ রনি ও জামালপুর জেলার মেলান্দহ থানার ঝাউগরা বাজার এলাকার মো. শাহজাহানের ছেলে মো. সজীব। দু'জনই থাকেন নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ মাজার গলি এলাকায়। সজীবের মামাশ্বশুর রনি।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, কক্সবাজার থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে খুচরা দামে বিক্রি করে দুই জামাই-শ্বশুর। সোমবারও ইয়াবা নিয়ে ফেরে তারা। রাত সাড়ে ১১টার দিকে রেলস্টেশন এলাকায় সেগুলো বিক্রি করতে যায়। তাদের দেখে সন্দেহ হলে ফাঁদ পাতে সেখানকার দায়িত্বরত পুলিশ। সেই ফাঁদে পা দেয় দু'জন। পরে তাদের ব্যাগে দু'টি কেকের প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার সজীবের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায়ও মামলা রয়েছে।