ময়মনসিংহের মুক্তাগাছায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার শশা কান্দাপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত লাকী আক্তারের পরিবারের সদস্যদের অভিযোগ, তাকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুক্তাগাছা থানায় মামলা হয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলার পান্ডাপাড়া গ্রামের মৃত আলীমউদ্দিনের মেয়ে লাকী আক্তারের সঙ্গে ১৫ বছর আগে মুক্তাগাছার তারাটি ইউনিয়নের শশা কান্দাপাড়া গ্রামের শাহজাহানের বিয়ে হয়। 

টাকার জন্য বিভিন্ন সময় লাকীর ওপর নির্যাতন করা হতো বলে অভিযোগ। টাকার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হতো তার বাবার বাড়ি পান্ডাপাড়ায়। মঙ্গলবারও তাকে শারীরিক নির্যাতন করা হয়।

মঙ্গলবার যখন লাকীর মৃতদেহ উদ্ধার করা হয় তখন তার স্বামীর পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান। লাকী আক্তার এক ছেলে ও দুই মেয়ের মা।

লাকীর খালাতো ভাই মতিউর রহমান বলেন, যৌতুকের জন্য তার ছোট বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগেও তাকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করা হতো।

মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে লাকী আক্তার আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।