- সারাদেশ
- হাঁস বাঁচাতে আচমকা ট্রাকের ব্রেক, প্রাণ গেল ২ শিক্ষকের
হাঁস বাঁচাতে আচমকা ট্রাকের ব্রেক, প্রাণ গেল ২ শিক্ষকের

নিহত ২ শিক্ষক -সংগৃহীত ছবি
বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিহত হয়েছেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বছরের বই উত্তোলন করে ভ্যানযোগে পাঠিয়ে দিয়ে মোটরসাইকেলে করে স্কুলে ফিরছিলেন রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরদার (৫০) ও সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫)। পথে বাঘপাড়া এলাকায় একটি ট্রাক হাঁসের দল বাঁচাতে আচমকা ব্রেক করলে পেছন থেকে সেটিকে ধাক্কায় দেয় তাদের মোটরসাইকেল। এসময় সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস ও প্রধান শিক্ষক বাবুল সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেণ। বাসুদেব রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামের হীরালাল বিশ্বাসের ছেলে।
ওসি জানান, প্রধান শিক্ষক বাবুল সরদারকে গুরুতর আহতাবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিলে সেখানে কোন চিকিৎসা দেওয়ার আগেই বাবুল সরদার রাতে মারা যান। নিহত বাবুল রাজিহার গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে।
তিনি বলেন, ঘাতক ট্রাক পালিয়ে গেছে। নিহতের পরিবার থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন