- সারাদেশ
- নর্দমায় মিলল নবজাতকের মরদেহ
নর্দমায় মিলল নবজাতকের মরদেহ

ফাইল ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মিলনায়তন সংলগ্ন নর্দমা থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানার ভারপাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, হয়তো পরিচয় গোপন করতে শিশুটির মরদেহ নর্দমায় ফেলে গেছে কেউ। সকালে এলাকাবাসী নর্দমায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। পরিচয় সনাক্ত করতে পুলিশ ডিএনএ সংগ্রহ করবে।
এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে বলেও জানান ওসি মাজহারুল ইসলাম।
মন্তব্য করুন