- সারাদেশ
- কুয়াকাটা পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার নির্বাচিত
কুয়াকাটা পৌরসভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার নির্বাচিত
পটুয়াখালীর কুয়াকাটা পৌর নির্বাচনে 'জগ' প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৩৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আব্দুল বারেক মোল্লা পেয়েছেন ২ হাজার ৬৮৪ ভোট।
ভোটকেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষরিত ফলাফল সিট থেকে এসব তথ্য জানা গেছে।
সোমবার বিকেলে কুয়াকাটা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা জানান, স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।পৌরসভায় মোট ভোটার ছিল ৮ হাজার ১২২টি।
কুয়াকাটা ট্যুর ম্যানেজমেন্টের (কুটুম) চেয়ারম্যান নাসির উদ্দিন বিপ্লব বলেন, আ’লীগের মেয়র প্রার্থী পর্যটন কেন্দ্রে গত ৪ বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন করেননি। ব্যবসায়ীরা নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। কুয়াকাটায় বাস স্টান্ড নেই। মাস্টার প্লান বাস্তবায়নে কোনো উদ্যোগ ছিল না। বরং খাস জমি দখলে মেয়র বারেকের স্বজনরা জড়িত ছিলেন। এসব কারনে কুয়াকাটা পৌরবাসীর ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে এই ভোটে।
কুয়াকাটা পৌর যুবলীগের আহ্বায়ক শেখ ইসহাক আলী বলেন, আ. লীগের একাংশ মেয়র বারেকের সমর্থন করেনি। তারা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েছেন। বিএনপির ভোটও স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন। যে কারনে ভোটের ফল নৌকার পক্ষে হয়নি।
কুয়াকাটা ইনভেস্টর ফোরামের মুখপাত্র হানরুল ইকবাল বলেন, পর্যটকবান্ধব কুয়াকাটা বিনির্মাণে ব্যর্থ হয়েছেন সাবেক মেয়র। এখানকার ভোটাররা পরিবর্তনের স্লোগান নিয়ে মাঠে ছিলেন বলেই স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।
মন্তব্য করুন