ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে অনশনে বিএনপি নেতাকর্মীরা

রাজশাহীতে অনশনে বিএনপি নেতাকর্মীরা

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের অনশন (ছবি-শরিফুল ইসলাম তোতা)

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ০৫:৫০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ০৫:৫০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর দাবিতে রাজশাহীতে দলটির নেতাকর্মীরা অনশন কর্মসূচি পালন করছেন। মহানগর বিএনপির নেতাকর্মীরা বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভুবন মোহন পার্কে অনশন করছেন। 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশের মহানগর ও জেলা শহরে তিন ঘণ্টার অনশন কর্মসূচি পালিত হচ্ছে আজ। 

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি চলছে। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোট একই দাবিতে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। 

আরও পড়ুন

×