ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

‘বাস থেকে কেন নামলে’ বলতেই মাকে ছুরিকাঘাত

‘বাস থেকে কেন নামলে’ বলতেই মাকে ছুরিকাঘাত

আটক সিঁথি কর্মকার। ফাইল ছবি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১০:০৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১০:৫৭

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মেয়ের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়ে সিঁথি কর্মকারকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মা ঝুমা কর্মকার বগুড়ার শেরপুর উপজেলার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী। মেয়ে সিঁথি কর্মকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে শেরপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন ঝুমা কর্মকার ও সিঁথি কর্মকার। হঠাৎ চান্দাইকোনা বাসস্ট্যান্ডে নেমে যান সিঁথি। মাও বাস থেকে নেমে পড়েন। এ সময় বাস থেকে কেন নামলে জানতে চান মা। এতে ক্ষিপ্ত হয়ে ব্যাগ থেকে চাকু বের করে মায়ের বুকে আঘাত করেন সিঁথি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ঝুমাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেয়েকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে ঠিক কী কারণে মেয়ে এমন কাজ করল তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন