ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

শারদীয় দুর্গোৎসব সক‌লের: সু‌জিত নন্দী

শারদীয় দুর্গোৎসব সক‌লের: সু‌জিত নন্দী

শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের বস্ত্র বিতরণ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১০:২৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১১:১৫

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ব‌লে‌ছেন, শারদীয় দুর্গোৎসব সর্বজ‌নীন, এ উৎসব সক‌লের জন্য। দেবী দূর্গার আ‌র্বিভাব হ‌য়ে‌ছিল দু‌ষ্টের দমন ও শিষ্টের পাল‌নের জন্য। মানব সমাজে অসুর‌দের বিরু‌দ্ধে আমা‌দের সংগ্রাম অব্যাহত থাক‌বে।

সোমবার সকালে শহ‌রের মিশন রোডে রামকৃষ্ণ আশ্রমে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অনাথ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বস্ত্র বিতরণের সময় তি‌নি এসব কথা ব‌লেন। 

সুজিত নন্দী ব‌লেন, অসাম্প্রদা‌য়িক রাষ্ট্র গঠ‌নের ল‌ক্ষে জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃ‌ত্বে মহান মু‌ক্তিযু‌দ্ধে সকল ধ‌র্মের মানুষ অংশগ্রহণ ক‌রে‌ছিল। অসাম্প্রদা‌য়িক চেতনার যে শুভযাত্রা শুরু হ‌য়ে‌ছে তা আমা‌দের অব্যাহত রাখ‌তে হ‌বে। 

তিনি বলেন, নারীর ক্ষমতায়‌নে প্রধানমন্ত্রী যা ক‌রে‌ছেন, পৃ‌থিবীর কোনো সরকার বা রাষ্ট্রপ্রধান তা ক‌রেন‌নি।  

রামকৃষ্ণ আশ্রমের স্বামী স্মিরাত্মানন্দ মহারাজের সভাপ‌তিত্বে বি‌শেষ অ‌তি‌থির বক্তব্য রা‌খেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী, পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। 

সুবলানন্দ মহারাজের প‌রিচালনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি স‌ন্তোষ কুমার দাস, পৌর আওয়ামী লীগ নেতা অ্যাড‌ভো‌কেট মধুসুদন কর, ব্যবসায়ী গোপাল সাহা, প‌রেশ মালাকারসহ আওয়ামী লী‌গ ও অঙ্গসহ‌যোগী সংগঠ‌নের নেতারা উপ‌স্থিত ছি‌লেন। 

whatsapp follow image

আরও পড়ুন

×