নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে নিহত ২

প্রতীকী ছবি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১১:০১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১১:০১
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে দুজন নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের আমজাদ মণ্ডলের ছেলে আজিম উদ্দিন মণ্ডল (২৮) এবং মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের প্রীতম গাজীর ছেলে রাজমিস্ত্রি মহসিন আলী (৩৫)।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, সকালে শহরের হাসপাতালপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন আজিম উদ্দিন মণ্ডল ও মহসিন আলী। এ সময় একটি রড় বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হন তারা। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক আজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য মহসিন আলীকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
- বিষয় :
- ঝিনাইদহ
- নির্মাণাধীন ভবন
- বিদ্যুতায়ি
- নিহত