ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগ দেশও হারিয়েছে, বিদেশও হারিয়েছে: আমীর খসরু

আওয়ামী লীগ দেশও হারিয়েছে, বিদেশও হারিয়েছে: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১৫:২৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১৫:২৮

বিএনপিকে কারও ওপর নির্ভর করতে হবে না উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ দেশও হারিয়েছে, বিদেশও হারিয়েছে। তারা অন্যের ওপর নির্ভরশীল বলেই তাদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে।

সোমবার বিকেলে নগরীর কাজীর দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফার আন্দোলন আরও বেগবান করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আমরা কোনো সময় বলি না, তলে তলে সবকিছু ম্যানেজ করে নিয়েছি। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল, খালেদা জিয়া সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তারেক রহমান সবচেয়ে ডায়নামিক লিডার। বিএনপিকে আর কারও ওপর নির্ভর করতে হবে না।

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, গোলাম আকবর খন্দকার ও এস এম ফজলুল হক।

সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিএনপির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, উপজাতিবিষয়ক সম্পাদক মা ম্যা চিং, শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।

আরও পড়ুন