ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ৪

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ৪

গ্রেপ্তার চার আসামি। ছবি: সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১৫:৪০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১৫:৪২

নাটোরের বাগাতিপাড়া থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গ্রেপ্তার সম্রাট ইসলাম জামনগরের শাহাপাড়া, সুমন আলী বাঁশবাড়িয়ার শালাইনগর, নয়ন আলী কালিকাপুরের দিয়ারপাড়া ও রিপন আলী শালাইনগর পূর্বপাড়ার বাসিন্দা।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ৫-এর একটি দল রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার জামনগর, শালাইনগর, কালিকাপুর এবং পেড়াবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে চারটি সিপিইউ, পাঁচটি হার্ড ডিস্ক ও দুটি এসএসডি কার্ড জব্দ করা হয়।

আরও পড়ুন