ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

সচেতনতা সভায় বন কর্মকর্তা

লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকাতে নাইলনের বেড়া

লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকাতে নাইলনের বেড়া

লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকাতে সচেতনামূলক সভা। ছবি: সমকাল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১৫:৫০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১৫:৫০

সুন্দরবনের বাঘ ও তৎসংলগ্ন এলাকায় বসবাসরত মানুষের মধ্যকার দ্বন্দ্ব নিরসন ও বাঘ সংরক্ষণে শ্যামনগরে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আয়োজনে বনের মাঝে গড়ে ওঠা গোলাখালী গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বাঘের নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিতসহ গোলাখালী ও পার্শ্বস্থ লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকানোর বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পায়।

ভিটিআরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম) ও সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বনকর্মীদের অংশগ্রহণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন। 

বন কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন জানান, বাঘের লোকালয়ে প্রবেশ ঠেকানোর অংশ হিসেবে গোলাখালী এলাকায় পাঁচ কিলোমিটার নাইলনের ফেন্স (বেড়া) দেওয়া হবে। বাঘ, হরিণসহ যে কোনো বন্যপ্রাণী শিকারের সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়া হবে। সুন্দরবনের বর্তমানে ৫২ শতাংশ জায়গা অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত রয়েছে। ভবিষ্যতে সমগ্র সুন্দরবন অভয়ারণ্যের আওতায় চলে যাওয়ার বিষয়টি তুলে ধরে পর্যটকদের জন্য সুন্দরবনজুড়ে ডিঙি ট্যুরিজম গড়ে তুলতে আহ্বান জানান।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কোস্টগার্ডের কৈখালী বিসিজি কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান, বিজিবির নায়েক সুবেদার ফিরোজুল আলম, রায়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক সামিউল মনির, সিপিজির নির্বাহী কমিটির সভাপতি মাহমুদা খাতুন, কদমতলা স্টেশন অফিসার ফজলুল হক প্রমুখ।

আরও পড়ুন