ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

হাসপাতালে পানি নেই চার দিন

হাসপাতালে পানি নেই চার দিন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১৬:১৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১৬:১৯

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প বিকল হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালের রোগী ও সেখানে কর্মরতরা।

সোমবার সরেজমিন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার হাসপাতালের পানির পাম্প বিকল হয়ে পড়ে। বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও নীরব ভূমিকা পালন করছে। পানি না থাকায় বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনসহ কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

১৯৮২ সালে ৩০ শয্যা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু হয়। ২০১৫ সালে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। কাগজ-কলমে শয্যা বাড়লেও বাস্তবে সেবার মান নিম্নমুখী। পানির পাম্পটিও জরাজীর্ণ হয়ে পড়ে। সেই পাম্পের পানি দিয়েই রোগী, স্বজন ও চিকিৎসকরা প্রয়োজনীয় কাজ সারতেন। চার দিন ধরে পাম্প বন্ধ থাকায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।

চিকিৎসা নিতে আসা আসাদুর মিয়া জানান, চার দিন ধরে পানি নেই। বাইরের টিউবওয়েল থেকে বালতি অথবা বোতলে করে পানি এনে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে। এটি অনেক কষ্টের।

এক রোগীর স্বজন বলেন, প্রাকৃতিক কাজে টয়লেটে যেতে পারি না পানির অভাবে। শৌচাগারে উৎকট গন্ধ। এমন অবস্থায় রোগীর পাশাপাশি আমারাও অসুস্থ হয়ে পড়ছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ জানান, পানির পাম্পে সমস্যার বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুই থেকে তিন দিনের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।

জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের (এইচইডি) সহকারী প্রকৌশলী এরশাদুল হক জানান, খবর পেয়ে হাসপাতালে মেকানিক পাঠানো হয়েছে। তিনি পরীক্ষা করে দেখেছেন, মাটির ৪৫০ ফিট নিচে পাম্পের ত্রুটি দেখা দিয়েছে। বিকল্প পদ্ধতিতে পানির ব্যবস্থা করা হচ্ছে। পাম্পের কাজ করতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।

আরও পড়ুন