গণপিটুনিতে মৃত্যু
৩৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

সাইফুল ইসলাম ওরফে শেরেকুল মণ্ডল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১৬:২৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১৬:২৯
গাইবান্ধার পলাশবাড়ীতে গণপিটুনিতে শিশু বায়েজিদ হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল ইসলাম ওরফে শেরেকুল মণ্ডলের নিহতের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সাইফুল ইসলামের ছেলে মোখছেদুর রহমান বাদী হয়ে ৩৫ জনকে আসামি করে পলাশবাড়ী থানায় মামলা করেন।
গ্রেপ্তার দু’জন হলেন সাইফুল ইসলাম ও মাহবুর রহমান। তারা দু’জনই একই গ্রামের বাসিন্দা। নিহত সাইফুল ইসলাম উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের বাসিন্দা।
প্রসঙ্গত, শিশু বায়েজিদ হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে কারাগার থেকে বের হন। শনিবার রাতে তিনি পাশের চৌরাস্তা বাজারে আসেন। এ সময় উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে। এ সময় সাইফুল বাঁচার জন্য বাজারের একটি হোটেলে আশ্রয় নেন। সেখানে শতাধিক জনতা তাঁর ওপর এলোপাতাড়ি হামলা চালায়। একপর্যায়ে প্রকাশ্যে সাইফুলকে পিটিয়ে হত্যা করা হয়।
চলতি বছরের ৮ মে নিখোঁজ হয় মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর চার বছরের ছেলে বায়েজিদ। ১৩ মে সন্ধ্যায় তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের একটি ধানক্ষেত থেকে বায়েজিদের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর মা রাহেনা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামি শেরেকুল ইসলামকে গত ২৬ মে বগুড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসেন।
পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।