প্রহরীকে কুপিয়ে দুই চোর ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

চোরকে ছিনতাইকালে প্রহরীর ওপর হামলা। ছবি-সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ১৭:০৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১৭:০৯
কুমিল্লায় কারখানায় চুরির সময় হাতেনাতে আটক দু’জনকে ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় এক নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার নগরীর বিসিক শিল্পনগরীর এবিএস ক্যাবল কারখানার ভেতরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক। তিনি এবিএস ক্যাবল কারখানার নিরাপত্তা প্রহরী। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার কর্মীরা জানান, দুপুরে বিসিক এলাকার স্কাইল্যাব ফার্মাসিউটিক্যালসের পুরাতন ভবনের মালামাল চুরির সময় দুই চোরকে আটক করা হয়। একই মালিকানাধীন পাশের এবিএস ক্যাবলস কারখানার ভেতরে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় দা-ছেনিসহ দেশীয় অস্ত্র নিয়ে কারখানার লোকজনের হামলা চালায় ১০-১২ জন সন্ত্রাসী। তারা নিরাপত্তা প্রহরী আবু বকরকে কুপিয়ে জখম করে দুই চোরকে ছিনিয়ে নেয়। সন্ত্রাসীরা এবিএস ক্যাবল ফ্যাক্টরির জানালার কাচ, গেট ও সিসি ক্যামেরা ভাঙচুর করে। হামলার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
এবিএস ক্যাবল কোম্পানির পরামর্শক আতিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্কাইল্যাবের কারখানার মালামাল চুরি হচ্ছিল। দুপুরে হাতেনাতে আটকের পর দুই চোরকে ছিনিয়ে নিয়ে যায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় মামলা করা হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোর্শেদ সমকালকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই পালিয়ে যায় হামলাকারীরা। কারখানা কর্তৃপক্ষ মামলা করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- এবিএস ক্যাবল কারখানা
- হামলা
- চোর ছিনতাই