ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

মেহেন্দিগঞ্জে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

মেহেন্দিগঞ্জে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ২১:৪৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ২১:৪৭

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চরডাউয়া গ্রামে আরিফ জমাদ্দার (৪০) নামক একজনকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। সোমবার দুপুরে তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে বরিশাল শের-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। আরিফ জমাদ্দার চরদাইয়া গ্রামের জলিল জমাদ্দারের ছেলে। 

মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর হোসেন রাত ১১টায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচন এবং চর নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ধারাল অস্ত্র দিয়ে আরিফকে কুপিয়ে গুরুতরভাবে আহত করে। মুদি দোকানি আরিফ তখন তার দোকানে বসা ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়।

এসআই আরিফুর রহমান বলেন, চর আলিমাবাদ মেহেন্দিগঞ্জের একটি দুর্গম এলাকা। সেখানে আরিফ জমাদ্দার নামক একজনকে হত্যার বিষয়ে জেনেছি। প্রতিবেশী কাশেম ও তার ছেলেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। এখন পর্যন্ত থানায় বিস্তারিত তথ্য আসেনি।

আরও পড়ুন