পুকুরপাড়ে পড়ে থাকা স্যান্ডেলে মিলল লাশের সন্ধান
প্রতীকী ছবি
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩ | ২০:৪০ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ | ২০:৪৮
ফরিদপুরের সালথায় পুকুরের পাড় পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে মো. আতিয়ার মোল্যা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আতিয়ার ওই গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জনক।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, দুপুরের খাবার খেয়ে পুকুরপাড়ের আগাছা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ হন আতিয়ার। অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ সময় পুকুরপাড়ে তার ব্যবহৃত স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। পরে স্যান্ডেলের সূত্র ধরে বিকেল সাড়ে ৫টার দিকে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু বলেন, আতিয়ার একজন কৃষক। ধারণা করা হচ্ছে পুকুরপাড় পরিষ্কার করতে গিয়ে তিনি পানিতে পড়ে ডুবে যান। এরপর আর উঠে আসতে পারেনি। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।
- বিষয় :
- পানিতে ডুবে মৃত্যু
- ঢাকা
- ফরিদপুর