ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

মাছের খামারে ভাসছিল কৃষকের লাশ

মাছের খামারে ভাসছিল কৃষকের লাশ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ১৬:২৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১৬:২৬

ভালুকায় মৎস্য খামার থেকে ইদ্রিস আলী নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে গোয়ারী গ্রামের আইড়টেক এলাকার মোরাদ সরকার বিপ্লবের মাছের খামার থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, গোয়ারী গ্রামের কৃষক ইদ্রিস আলী (৪২) মঙ্গলবার সকালে গরুর ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। সারাদিন পার হলেও তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন। এর মধ্যে সন্ধ্যায় স্থানীয় লোকজন গোয়ারী গ্রামের আইড়টেক এলাকায় বিপ্লবের মাছের খামারে ইদ্রিস আলীর লাশ ভাসতে দেখেন। পরে তাঁর পরিবারকে জানালে লাশটি উদ্ধার করেন স্বজনরা। 

ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, লোকটি খামারের পানিতে ডুবে মারা গেছে। তাই পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে।



whatsapp follow image

আরও পড়ুন

×