মাদ্রাসা থেকে আর বাড়ি ফেরা হলো না ছোট্ট আফিয়া
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ১৭:০৭ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ১৭:০৭
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় আফিয়া (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফিয়া ছত্রপাড়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে। সে স্থানীয় নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, আফিয়া বেলা সাড়ে ১২টার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে রাস্তা পারাপারের সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় আফিয়াকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু পথিমধ্যেই আফিয়ার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মারজাহান জানান, আফিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন।