ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল দুই নারীর

খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল দুই নারীর

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ | ১১:৪১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ১১:৪১

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতরা হলেন খুলনার রূপসা উপজেলার রাশিদা (৪৫) এবং নগরীর সোনাডাঙ্গা এলাকার মনোয়ারা বেগম (৭০)।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফোকারপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনায় গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। নতুন করে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৫ জন। এ নিয়ে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৫৯৪ জন। হাসপাতালে বর্তমানে ২০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

×