মৃতদেহ পড়ে ছিল রেললাইনের ধারে

বড় পুকুরিয়া রেলগেট ও ঠেঙ্গামারা রেলগেটের মাঝামাঝি পয়েন্টে মরদেহটি রয়েছে।
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ০৪:০০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ০৪:০০
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পড়ে ছিল রেললাইনের ধারে। এ রিপোর্ট লেখার সময় (বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা) উপজেলার বড় পুকুরিয়া রেলগেট ও ঠেঙ্গামারা রেলগেটের মাঝামাঝি পয়েন্টে মরদেহটি রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টার দিকে রেললাইন ধরে ওই ব্যক্তিকে হেঁটে যেতে দেখেছিলেন অনেকে। আজ বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
লাইন সংস্কারকাজে কর্মরত লাইনম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, ঘটনাটি নাটোর রেলস্টেশন মাস্টারসহ ঈশ্বরদী রেলওয়ে থানায় জানানো হয়েছে।
নাটোর স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, খবর পাওয়ার পর ঘটনাটি ঈশ্বরদী রেলওয়ে থানায় অবগত করা হলে সেখানকার পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
- বিষয় :
- নাটোর
- মরদেহ উদ্ধার