ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ট্যাপেন্টাডলসহ তরুণ গ্রেপ্তার

ট্যাপেন্টাডলসহ তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তার রাসেল হোসেন। ছবি: সমকাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ০৬:০২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ০৬:০২

বগুড়ার আদমদীঘিতে ২০ পিস ট্যাপেন্টাডলসহ রাসেল হোসেন (২৩ ) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

রাসেল আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির চাটখইর গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ২০ পিস ট্যাপেন্টাডলসহ রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। 

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, বৃহস্পতিবার দুপুরে রাসেলকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

×