ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বিএনপি নেতার বাড়িতে নিক্ষেপ ককটেল

বিএনপি নেতার বাড়িতে নিক্ষেপ ককটেল

দেয়ালে ককটেল বিস্ফোরণের চিহ্ন। ছবি: সমকাল

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ০৬:১৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ০৬:১৬

যশোরের অভয়নগরে উপজেলা বিএনপি নেতা ফারাজী মতিয়ার রহমানের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার একতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে ককটেল দুটি বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ফারাজী মতিয়ার রহমান অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

বিএনপি নেতার পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত নয়টার দিকে কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি বাড়ির নিচতলার দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। তবে ককটেল হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

ফারাজী মতিয়ার রহমান জানান, রাতে তিনি বাড়িতে ছিলেন না। রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে। পুলিশকে বিষয়টি জানানো হয়। রাতেই পুলিশ ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি থানায় কোনো লিখিত অভিযোগ দেননি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, ফারাজী মতিয়ার রহমানের বাড়িতে ককটেল নিক্ষপের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

আরও পড়ুন

×