ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ফেনীতে বিএনপির ৭ নেতা গ্রেপ্তার

ফেনীতে বিএনপির ৭ নেতা গ্রেপ্তার

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১২:৫০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৪:২১

ফেনীতে বিএনপি ও সহযোগী সংগঠনের সাত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহষ্পতিবার চারজনকে ফেনীর বিসিক, ফুলগাজীর মুন্সিরহাট থেকে দুইজন ও একজনকে সোনাগাজী থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার সাতজন হলেন- জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক মুন্সি এনামুল হক কামরুল, সদস্য আতিকুর রহমান মামুন, ফুলগাজীর মুন্সিরহাট বিএনপি নেতা মো: ইসহাক ভূঁইয়া ও কবির আহাম্মদ পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইস্রাফিল মাসুদ ও সোনাগাজীর চর ছান্দিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহাম্মদ রাসেল। 

বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) শফিকুর রহমান জানান, বৃহষ্পতিবার চারজনকে ফেনীর বিসিক, নাশকতার অভিযোগে মুন্সির হাট থেকে দুইজন ও একজনকে সোনাগাজী থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম সমকালকে জানান, ২৮ অক্টোবর ঢাকা সমাবেশে যাওয়ার বিষয়ে ফেনীর বিসিক এলাকায় যুবদলের প্রস্তুতিসভা চলছিল। গণগ্রেপ্তারের অংশ হিসেবে সেখান থেকে এবং বিনাকারণে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। 

সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম জানান, চর ছান্দিয়া ইউনিয়ন যুবদল নেতা রাসেলকে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে পুলিশ। এছাড়া নাশকতার অভিযোগে মুন্সির হাট থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×